‘সুপার সিঙ্গার’-এর মঞ্চে গানে গানে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে স্মরণ কৌশিকীর, দেখুন ভিডিও
একাধিক পর্ব পার করার পর আগামী ২০ মার্চ চূড়ান্ত পর্বের লড়াইয়ের প্রতিষ্ঠা হতে চলেছে ‘সুপার সিঙ্গার সিজন থ্রি’ (Super Singer season 3) এর মঞ্চে। আর অভিনেতা যিশু সেনগুপ্তের (Jisshu Sengupta) সঞ্চালনায় একটানা ১০ ঘন্টার মহাপর্বে রয়েছে একের পর এক চমক। প্রতিযোগিতার গানতো রয়েছে সঙ্গে রয়েছে নানান রঙের অনুষ্ঠান। সম্প্রতি, এবার গানে গানে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে (Sandhya Mukherjee) শ্রদ্ধা জানাবেন সুরের অপ্সরা কৌশিকী চক্রবর্তী (Kaushiki Chakraborty)।
একদিকে যেমন প্রতিযোগিতার মেন্টর এবং গাইড হিসেবে রয়েছেন শোভন গঙ্গোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায়, সুজয় ভৌমিক, রাজীব দাস এবং দীপান্বিতা চৌধুরী তেমনি অন্যদিকে বিচারকের স্থানে রয়েছেন কুমার শানু (Kumar Sanu), সোনু নিগাম (Sonu Nigam) এবং কৌশিকী চক্রবর্তী। এই মঞ্চে সুর অপ্সরা কৌশিকী চক্রবর্তীকে দেখা যাবে অন্যতম মহীয়সী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া ‘কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে’ (Kichhukhan Aro Na Hoy Rohite Kachhe) গানটি গেয়ে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে।
বছর শুরু হতেই সংগীত জগতের একের পর এক সুর সম্রাঙ্গিদের হারিয়েছি আমরা। এর মধ্যে একজন হলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। লতা মঙ্গেসকারের (Lata Mangeshkar) মৃত্যুর নয় দিনের মাথাতেই ফের সংগীতজগতে নেমে এসেছিল শোকের ছায়া। তবে, আজ এই নামিদামি শিল্পীদের নক্ষত্র পতন হলেও তাঁদের প্রতিটি গান রয়ে গিয়েছে আমাদের মনে।
উল্লেখ্য, শান (Shaan), পলক মুচ্ছাল (Palak Muchhal), ইলা অরুণ (Ila Arun), কবিতা কৃষ্ণমূর্তিসহ (Kavita Krishnamurthy) ‘সুপার সিঙ্গার সিজন থ্রি’ এর মহাধামাকা পর্বে আসতে চলেছেন দেব (Deb), জিৎ (Jeet) এবং বলিউড হার্টথ্রব মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। তবে দেখার বিষয়, ৩২জন প্রতিযোগিদের মধ্যে বেছে নেওয়া সপ্তরথির মধ্যে কার মাথায় উঠতে চলেছে জয়ের মুকুট। আর এর জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে ২০ মার্চ দুপুর ১ টায়, স্টার জলসায়।