‘KGF’ সিনেমায় ‘রকি ভাই’-এর মাকে মনে আছে? সৌন্দর্যে বলি নায়িকাদের টেক্কা দেবেন অভিনেত্রী! রইল ছবি
চলতি বছরেই এপ্রিল মাসে ‘কেজিএফ ২’ (KGF 2) মুক্তি পেতে চলেছে। ছবিটিতে যশ (Yash), ‘রকি’-র চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। তবে এই ছবিতে রকির মায়ের চরিত্রে যিনি অভিনয় করছেন, জানেন কি তিনি কে, দেখতে কতটা সুন্দরী তিনি। হ্যাঁ, আজ আমাদের আলোচ্য বিষয় অভিনেত্রী অর্চনা জোইসকে (Archana Jois) নিয়ে।
View this post on Instagram
Advertisement
‘কেজিএফ ১’ ছবিতে রকির মায়ের চরিত্রে অভিনয় করছেন অর্চনা জোইস। তিনি ইতিমধ্যেই তাঁর অসাধারণ অভিনয়ের দক্ষতার জেরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। মায়ের চরিত্রে অভিনয়ের জন্যে মা মা একটি গেটাপ নিতে হয়েছে তাঁকে।
View this post on Instagram
তাই তাঁর রূপের সৌন্দর্য্য ছবিতে না ফুটলেও, বাস্তবে তিনি দেখতে খুবই সুন্দর। তাঁর যেকোন ছবিই সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়। এমনকি ছবিতে তিনি রকি ভাইয়ের মায়ের চরিত্রে অভিনয় করলেও তিনি কিন্তু বাস্তবে অভিনেতা যশের থেকে অনেকটাই ছোট।
View this post on Instagram
যদিও ছবিতে তিনি অভিনেতার মায়ের চরিত্রে অভিনয় করলেও এটা একেবারেই বোঝা যায়নি যে, সে যশের থেকে কতটা ছোট। তাঁর বয়স এখন ২৭ বছর। যশের বয়স ৩৬ বছর। পুরো ৯ বছরের ছোট অভিনেত্রী অর্চনা। প্রসঙ্গত, ‘কেজিএফ’ ছবিটির দ্বিতীয় অংশের জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। বলা বাহুল্য, ‘কেজিএফ ১’-এর মত ‘কেজিএফ ২’-ও বক্সঅফিসে দারুন সাফল্য অর্জন করবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।