বাবার মৃত্যুর পর ছিলোনা থাকার জায়গা! কঠিন সংগ্রামের পর আজ সফল পরিচালক, জেনে নিন রোহিত শেট্টির জীবন কাহিনী
বলিউড চলচ্চিত্রের অভিনয়ের জন্যে অভিনেতা-অভিনেত্রীর বাইরেও ক্যামেরার পেছনে প্রচুর মানুষের কৃতিত্ব থাকে। যাঁদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন পরিচালক-প্রযোজক। যাঁদের ছাড়া বলিউড সিনেমা এক্কেবারেই অসম্পূর্ণ। তাই বলিউডের প্রতিটি সফল সিনেমার পেছনে কারণ আছে, যোগ্য ফিল্মপ্রোডাকশন এবং পরিচালকের।
আজ এমন একজন পরিচালক-প্রযোজকের নাম বলবো আপনাদের, যিনি হিন্দি সিনেমাকে দুর্দান্ত উচ্চতায় নিয়ে গিয়েছেন। তিনি হলেন জানাব রোহিত শেট্টি (Rohit Shetty)। যাঁর ঝুলিতে রয়েছে একাধিক সুপারহিট বলিউড ছবি। তিনি মোটামুটি বিখ্যাত ‘গোলমাল’ (Golmaal) সিরিজের সবকটি ছবির জন্যে। আর গোলমাল সিরিজের সবকটি ছবি তাঁর পরিচালিত, যা কিনা বলিউডের অন্যতম সফলতম ছবিগুলির মধ্যে অন্যতম।
আজ আমাদের আলোচ্য বিষয় রোহিত শেট্টির বর্তমান সম্পত্তির মূল্য ঠিক কতটা! রোহিত শেট্টি বর্তমানে ২৮০ কোটি টাকা সম্পত্তির মালিক। তাঁর নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে, যার নাম “রোহিত শেট্টি প্রোডাকশন হাউস প্রাইভেট লিমিটেড” (Rohit Shetty Production House Pvt Ltd)! যা বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম বড় প্রোডাকশন হাউস।
রোহিত শেট্টি একাধারে লেখক, প্রোডিউসার, পরিচালক, টেলিভিশন রিয়্যালিটি শোয়ের বিচারক, মাস্টার স্টোরি টেলার এবং সিনেমাটিক ট্রেন্ডসেটার এবং ট্রেন্ড ব্রেকার। মাত্র ১৭ বছর বয়সে, তিনি প্রথম চলচ্চিত্র ‘জামিন’ (Zameen) ছবিটি তৈরি করেন, যা ২০০৩ সালে মুক্তি পায়। এমনকি এই বয়সেই তিনি জনপ্রিয় বলিউড ছবি ‘ফুল অউর কাঁটে’ (Phool Aur Kaante) এছাড়া তিনি বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত পরিচালক ও প্রযোজক।
রোহিত শেট্টি একাধারে লেখক, প্রোডিউসার, পরিচালক, টেলিভিশন রিয়্যালিটি শোয়ের বিচারক, মাস্টার স্টোরি টেলার এবং সিনেমাটিক ট্রেন্ডসেটার এবং ট্রেন্ড ব্রেকার। মাত্র ১৭ বছর বয়সে, তিনি প্রথম চলচ্চিত্র ‘জামিন’ (Zameen) ছবিটি তৈরি করেন, যা ২০০৩ সালে মুক্তি পায়। এমনকি এই বয়সেই তিনি জনপ্রিয় বলিউড ছবি ‘ফুল অউর কাঁটে’ (Phool Aur Kaante) এছাড়া তিনি বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত পরিচালক ও প্রযোজক।
বাড়ি:
রোহিত শেট্টি মুম্বাইয়ের অভিজাত্য এলাকায় একটি সুন্দর বিলাসবহুল বাড়ির মালিক। তিনি ২০১৩ সালে এই বাড়িটি কিনেছিলেন। যার বর্তমান মূল্য প্রায় ৬ কোটি টাকা। এছাড়াও তাঁর গোটা দেশে একাধিক রিয়েল এস্টেট সম্পত্তি রয়েছে।
গাড়ি:
মিস্টার শেট্টির বিলাসবহুল গাড়ির তালিকায় রয়েছে, বিএমডাব্লিউ (BMW), রেঞ্জ রোভার (Range Rover) এবং বেঞ্জ (Benz)। এই গাড়িগুলির প্রতিটির দাম প্রায় ১.২ কোটি থেকে ২ কোটি টাকা।
পাঁচবছরে তাঁর মোট রোজগার:
২০১৬ সালে তাঁর রোজগার ছিল ১৫ কোটি টাকা
২০১৭ সালে তাঁর রোজগার ছিল ১৮ কোটি টাকা
২০১৮ সালে তাঁর রোজগার ছিল ২০ কোটি টাকা
২০১৯ সালে তাঁর রোজগার ছিল ২৫ কোটি টাকা
২০২০ সালে তাঁর রোজগার ছিল ৩১ কোটি টাকা