ভুবন বাদ্যকরের 'কাঁচা বাদাম' গানে দুর্দান্ত ভঙ্গিমায় অসাধারন নাচ একরত্তি খুদে কন্যার, তুমুল ভাইরাল ভিডিও
বর্তমানের ইন্টারনেট সেনসেশনের তালিকায় প্রথমেই নাম যায় ‘কাঁচা বাদাম’ (Kancha Badam) গানটির। মাস কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হচ্ছে, বীরভূম জেলার প্রত্যন্ত একটি গ্রাম কুড়ালজুড়ির বাসিন্দা ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) অসাধারণ সৃষ্টি কাঁচাবাদাম গানটির। যা এখন শুধু দেশ তো বটেই, বিদেশেও সমান পরিমাণে রাজত্ব করছে।
দেশের বিনোদন মহল থেকে শুরু করে ইন্টারনেট সেনসেশন কিলি পল (Killi Paul), দক্ষিণ কোরিয়ার মা-মেয়ের সেনসেশন জুটি সবাই এই গানের সঙ্গে একাধিক রিলস বানিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। এমনকি আট থেকে অষ্টাদশী কেউই আর বাকি নেই এই গানের তালে কোমর দোলাতে। তবে ইন্টারনেটের যুগে বাচ্চারা এখন সবাই একেকটা চাবুকধারি। এবার এই গানের সঙ্গে একেবারে তালে তাল দিয়ে নাচলেন একটি মিষ্টি বাচ্চা। বোঝাই যাচ্ছে, ছোট্ট থেকেই সে ভালোই ট্রেনিং প্রাপ্ত।
এই বাচ্চাটি নীল বর্ণের ওয়েস্টার্ন পোশাক পরে, মাথায় দুটি ঝুটি বেঁধে কাঁচাবাদাম গানের সিগন্যাচার স্টেপেই দুর্দান্ত নাচল। পুরো একইরকমভাবে সে নাচল, এই বয়সে তার এত এনার্জি এবং নাচের এক্সপ্রেশন দেখে মুগ্ধ হয়ে গেল নেটবাসীরাও।
তাইতো এখনো পর্যন্ত তাঁর এই ভিডিওতে শয়ে শয়ে পছন্দের সংখ্যা পৌঁছেছে। Padmani Nishad নামক একটি ইউটিউব পেইজ থেকে শেয়ার করা হয়েছে সম্প্রতি এই অসাধারণ ভিডিওটি।