বয়স শুধু সংখ্যা মাত্র! ৭১- বছর বয়সেও পা দিয়েও চালাতে পারেন JCB ও বুলডোজার সহ ২০ ধরনের গাড়ি
পুরুষতান্ত্রিক সমাজে মেয়েরা যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন ভাবে পারদর্শী করে তুলছে নিজেদের, ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলছে। এবার সেই নিদর্শন আরও সুস্পষ্ট হয়ে উঠলো এই ঘটনার মাধ্যমে।রাধামণি আম্মা চালাতে পারেন JCB, বুলডোজারের মতো গাড়ি।
সমাজে এখনও নারী-পুরুষের ভেদাভেদ রয়েছে তা আরও সুস্পষ্ট হয়ে ওঠে কর্মের ভেদাভেদ লক্ষ্য করলেই। নির্দিষ্ট কিছু কর্মকে বেঁধে দেওয়া হয়েছে নারীদের জন্য, তাই তো গাড়ি চালানো আজও পুরুষদের কর্ম বলে মনে করা হয়। তবে সেই ধারণাকে সম্পূর্ণ ভেঙে দিলেন তিনি।
তামিলনাড়ুর থপ্পুমপাদির বাসিন্দা রাধামণি আম্মা। বয়স ৭১ বছর, তাতে কি! বয়সটাও তাঁর কাছে তুচ্ছ হয়ে দাঁড়িয়েছে কেননা এই বয়সেও কোনো কিছুর পরোয়া না করেই চালাচ্ছেন রোডরোলার, জে সি বি , বুলডোজার, ট্রাক এর মতো ভারী গাড়ি। যেগুলির স্টিয়ারিং হাতে সাধারণত দেখা মেলে পুরুষদের।
সমাজে এখনও নারী-পুরুষের ভেদাভেদ রয়েছে তা আরও সুস্পষ্ট হয়ে ওঠে কর্মের ভেদাভেদ লক্ষ্য করলেই। নির্দিষ্ট কিছু কর্মকে বেঁধে দেওয়া হয়েছে নারীদের জন্য, তাই তো গাড়ি চালানো আজও পুরুষদের কর্ম বলে মনে করা হয়। তবে সেই ধারণাকে সম্পূর্ণ ভেঙে দিলেন তিনি।
তামিলনাড়ুর থপ্পুমপাদির বাসিন্দা রাধামণি আম্মা। বয়স ৭১ বছর, তাতে কি! বয়সটাও তাঁর কাছে তুচ্ছ হয়ে দাঁড়িয়েছে কেননা এই বয়সেও কোনো কিছুর পরোয়া না করেই চালাচ্ছেন রোডরোলার, জে সি বি , বুলডোজার, ট্রাক এর মতো ভারী গাড়ি। যেগুলির স্টিয়ারিং হাতে সাধারণত দেখা মেলে পুরুষদের।
একটি সাক্ষাৎকারে তিনি জানান, মূলত স্বামীর নির্দেশেই ৩০ বছর বয়সে থেকে শুরু করেন গাড়ি চালাতে। তবে ধীরে ধীরে তা শখে পরিণত হতে থাকে। ১৯৮১ সালে মোটরবাইক চালানোর প্রথম লাইসেন্স মেলে। ঠিক তার ৭ বছর পর অর্থাৎ ১৯৮৮ সালে হাতে পান ভারী গাড়ি চালানোর লাইসেন্স। বর্তমানে তাঁর কাছে রয়েছে ১১ ধরণের ভারী গাড়ি চালানোর লাইসেন্স। শুধু তাই নয় আর্থমুভার, ফর্কলিফট, মোবাইল ক্রেন, ট্রেইলার এর মতো ২০ ধরণের ভারী গাড়ি চালাতে তিনি সক্ষম ,যা সত্যিই অকল্পনীয়। হাজাডার্স টন পণ্য পরিবহনের লাইসেন্স পান ২০২১ সালে। এখানেই থেমে থাকেন নি তিনি। ড্রাইভিং শেখানোর একটি প্রতিষ্ঠানও রয়েছে তাঁর, যেটি স্বামীর সহায়তায় ১৮৭৮ সালে চালু করেন। অনেকে যা ভাবতেই পারেন না সেই আসাধ্য সাধন করছেন তিনি।